দেশজুড়ে

ফেনসিডিলসহ বাসের চালক-হেলপার ও সুপারভাইজার আটক

ঢাকা অর্থনীতি ডেস্কঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে নাবিল পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ফেনসিডিলসহ বাসের চালক, সুপারভাইজার ও হেলপারকে আটক করেছে পুলিশ।

রোববার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে শনিবার দিবাগত রাত ১টার দিকে গোবিন্দগঞ্জ মায়ামনি হোটেলের সমান থেকে বাসসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, বাসের চালক শাকিল (২৫) সুপারভাইজার ফজলে রাব্বী (২৩)ও হেলপার লাভলু মিয়া (২৪)। তাদের তিনজনের বাড়ি রংপুর, দিনাজপুর ও নীলফামারী জেলায়।

ওসি আরও জানান, নাবিল পরিবহনের একটি বাসে করে বিপুল পরিমাণ ফেনসিডিল নিয়ে যাওয়া হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে, রংপুর -ঢাকা মহাসড়কে চেক পোস্ট বসানো হয়। পরে বাসটিতে তল্লাশি চালিয়ে সিটের নিচে রাখা ১৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Close
Close