বিশ্বজুড়ে

ফিলিস্তিনিদের হত্যায় ক্ষুব্ধ হয়ে প্যারিসে অস্ত্রধারীর হামলায় নিহত ১

ঢাকা অর্থনীতি ডেস্ক: ফ্রান্সের প্যারিসে অস্ত্রধারীর হামলায় এক জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত আরও দু’জন। জিজ্ঞাসাবাদে হামলাকারী জানান, আফগানিস্তান ও ফিলিস্তিনে মুসলিমদের হত্যার ঘটনায় ক্ষুব্ধ ছিলেন তিনি।

রোববার (৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, শনিবার আইফেল টাওয়ারের খুব কাছেই হয় এ ঘটনা। স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে এক পর্যটক দম্পতির ওপর হামলা চালান ২৬ বছর বয়সী ওই ব্যক্তি। গুরুতর জখম হয়ে মৃত্যু হয় জার্মান এক নাগরিকের। এরপর পুলিশ ধাওয়া করলে হাতুড়ি দিয়ে আহত করে আরও দু’জনকে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানায়, ছুরিকাঘাতের সময় ‘আল্লাহু আকবর’ ধ্বনি শোনা যায় হামলাকারীর মুখে। কিছুক্ষণের মধ্যেই আটক করা হয় সন্দেহভাজনকে।

ম্যাপে প্যারিসের আইফেল টাওয়ার থেকে বীর-হাকিম মেট্রো স্টেশনের দূরত্ব। মূলত, স্টেশনের পাশেই ঘটনাটি ঘটে। ছবি: সিএনএন।

পুলিশ জানায়, মানসিক অসুস্থতার ইতিহাস রয়েছে ফরাসি ওই হামলাকারীর। এর আগে নাশকতা পরিকল্পনার অভিযোগে ৪ বছর কারাদণ্ড ভোগ করেন তিনি। ২০২০ সালে মুক্তির পর থেকে ছিলেন ফরাসি নিরাপত্তা সার্ভিসের নজরদারিতে।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close