বিনোদন
ফিরছে ‘খলনায়ক’, আবার সঞ্জয় দত্ত
ঢাকা অর্থনীতি ডেস্কঃ ‘নায়ক নেহি, খলনায়ক হু মে…’। ফিরছে ‘খলনায়ক’। ১৯৯৩ সালের জনপ্রিয় এই ছবির সিক্যুয়েল নিয়ে ফিরছেন ‘খলনায়ক’ ছবির খলনায়ক সঞ্জয় দত্ত। ‘প্রস্থানাম’ ছবির প্রচারণার জন্য এই ‘মুন্না ভাই’ এখন আছেন দুবাইয়ে। আর সেখানেই দিলেন এই সংবাদ।
বলিউডের বড় পর্দায় আবার আসছে চোর–পুলিশের ‘শত্রু শত্রু খেলা’। ১৯৯৩ সালে ‘খলনায়ক’ ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবিতে সঞ্জয় দত্ত ছিলেন ‘গ্যাংস্টার বাল্লু’। আর জ্যাকি শ্রফ সৎ ও সাহসী পুলিশ কর্মকর্তা রাম। মাধুরী দীক্ষিতের নাম গঙ্গা, রামের প্রেমিকা। আর এই ছবির মিউজিক অ্যালবাম বলিউডের সবচেয়ে বিক্রীত অ্যালবামগুলোর একটি। সেই সময় ১ কোটির বেশি কপি বিক্রি হয়েছে এই ছবির গানের অ্যালবাম।
‘চোলি কে পিছে কেয়া হ্যায়’ গানটি তো বলিউডের আইকনিক গান হিসেবে প্রতিষ্ঠা পেয়ে গেছে। এই গানের জন্য ‘সেরা নারী প্লেব্যাক শিল্পী’ হিসেবে অলকা ইয়াগনিক ও ইলা অরুণ ‘ফিল্মফেয়ার পুরস্কার’ জেতেন। আর এই গানের দৃশ্যের কোরিওগ্রাফার সরোজ খানও জেতেন ফিল্মফেয়ার পুরস্কার।
ছবিটি গত শতকের নব্বইয়ের দশকে বলিউডের সবচেয়ে অর্থ উপার্জনকারী ছবিগুলোর মধ্যে চতুর্থ। অবশ্য ‘খলনায়ক’ ছবিটি এত বেশি সাড়া জাগানোর আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো, ওই বছর মুম্বাইয়ে সিরিজ বোমা হামলার সন্দেহভাজন হিসেবে সঞ্জয় দত্তকে সত্যি সত্যি পুলিশ গ্রেপ্তার করে। আইএমডিবি অনুসারে, এই ছবির জন্য সে বছর সঞ্জয় দত্ত আর মাধুরী দীক্ষিত দুজনই সেরা অভিনেতা আর অভিনেত্রী ক্যাটাগরিতে ‘ফিল্মফেয়ার পুরস্কার’ পান।
সেই দিনের কথা আবার মনে করিয়ে দিতে আসছে ‘খলনায়ক টু’। আর এখানে কিন্তু খলনায়ক বদলে যায়নি। সঞ্জয় দত্তই থাকবেন গ্যাংস্টার বাল্লুর ভূমিকায়। দুবাইয়ের দৈনিক ‘গালফ নিউজ’কে দেওয়া সাক্ষাৎকারে সঞ্জয় দত্ত বলেন, ‘অন্যদের কথা জানি না। তবে আমার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে “খলনায়ক” ছবির সিক্যুয়েল নির্মিত হবে। আলোচনা চলছে। টাইগার শ্রফকে ছবিটির জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। সে এখনো অফিশিয়ালি কিছু জানায়নি।’
সঞ্জয় দত্ত আরও বলেন, ‘নতুন ছবির গল্প শুরু হবে বাল্লুর জেল থেকে ছাড়া পাওয়া থেকে। আর এখানে রাম আর গঙ্গার ছেলের চরিত্রে টাইগার শ্রফকে ভাবা হচ্ছে। জ্যাকি শ্রফের সত্যিকারের ছেলে।’
এদিকে আজ শুক্রবার সঞ্জয় দত্ত অভিনীত রাজনৈতিক ছবি ‘প্রস্থানাম’ মুক্তি পেয়েছে। আজ আরও মুক্তি পেয়েছে সোনম কাপুর ও দুলকার সালমান অভিনীত ‘দ্য জোয়া ফ্যাক্টর’। বলিউড তারকা সানি দেওলের ছেলে করণ দেওলের প্রথম ছবি ‘পল পল দিল কে পাস’ও মুক্তি পেয়েছে আজ।
#এমএস