খেলাধুলা

ফিরছেন সাকিব আল হাসান

ঢাকা অর্থনীতি ডেস্ক: অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শেষে পরিবারের সঙ্গে থাকতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
মঙ্গলবার (২৪ আগস্ট) ক্রিকেটারদের টিম হোটেলে কোয়ারেন্টাইনে যাওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে করোনা টেস্টও সম্পন্ন হয়েছে। ঠিক এদিনই যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফিরবেন বাঁহাতি অলরাউন্ডার।

নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের এক কর্মকর্তা। তিনি বলেন, ‘মঙ্গলবার ভোরে সাকিবের ফেরার কথা রয়েছে। এসেই তিনি সরাসরি হোটেলে চলে যাবেন। কোয়ারেন্টাইন শেষে তারপর মাঠে নামবেন।’

ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স করে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যান অব দ্য সিরিজ হয়েছিলেন সাকিব। অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট হাতে করেন ১১৪ রান। আর বল হাতে নেন ৭ উইকেট। সর্বশেষ ম্যাচে একাই নিয়েছিলেন অজিদের ৪টি উইকেট।

বল হাতে ছন্দ ফিরলেও ব্যাট হাতে ছিলেন নিষ্প্রভ। তবে জিম্বাবুয়ে সফরের পর অস্ট্রেলিয়া সিরিজে ব্যাট হাতে সাবলীল ছিলেন সাকিব। নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজেও তার দিকে তাকিয়ে থাকবে দল।

Related Articles

Leave a Reply

Close
Close