খেলাধুলা

ফিফা র‌্যাংকিংয়ে এগিয়েছে বাংলাদেশ, ভারত পিছিয়েছে

ঢাকা অর্থনীতি ডেস্ক: ফুটবল নিয়ন্ত্রক সংস্থার ফিফার সাম্প্রতিক র‌্যাংকিকে ১০ ধাপ এগিয়েছে বাংলাদেশ ফুটবল দল।

বৃহস্পতিবার (২৫ জুলাই) সর্বশেষ ঘোষিত র‌্যাংকিং অনুযায়ী বাংলাদেশের অবস্থান এখন ১৮২। গত ১৪ জুন ঘোষিত র‌্যাংকিংয়ে ১৮৩তম ছিল বাংলাদেশ।

অন্যদিকে সর্বশেষ র‌্যাংকিং অনুযায়ী দুই ধাপ পিছিয়েছে ভারত। ১০১ থেকে পিছিয়ে তাদের অবস্থান এখন ১০৩।

এশিয়া অঞ্চলে আফগানিস্তান ১৪৯, মালদ্বীপ এক ধাপ পিছিয়ে ১৫২, নেপাল ১৬৬, ভুটান ১৮৬, শ্রীলংকা ২০০ এবং পাকিস্তান রয়েছে ২০৪তম স্থানে।

২০৪ দেশের মধ্যে যথারীতি শীর্ষে বেলজিয়াম। ফ্রান্সকে তৃতীয় স্থানে নামিয়ে দিয়ে দ্বিতীয় পজিশনে উঠে এসেছে সদ্য কোপাজয়ী ব্রাজিল। তৃতীয়স্থানে নেমে গেছে ফ্রান্স। চতুর্থ ও পঞ্চমস্থানে রয়েছে যথাক্রমে ইংল্যান্ড এবং উরুগুয়ে।

Related Articles

Leave a Reply

Close
Close