দেশজুড়ে

ফার্মফ্রেস ও প্রাণ মিল্ক উৎপাদন-বিক্রিতে বাধা নেই

ঢাকা অর্থনীতি ডেস্কঃ মিল্ক ভিটার পর এবার ফার্মফ্রেস এবং প্রাণ মিল্কের পাস্তুরিত দুধ উৎপাদন ও বাজারজাত করণের ক্ষেত্রে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. নুরুজ্জামান। পাঁচ সপ্তাহের জন্য এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে। ওই দুটি কম্পানির আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ জুলাই) আপিল বিভাগের চেম্বার জজ আদালতে আবেদন করে ‘ফার্মফ্রেশ মিল্ক’ উৎপাদনকারী কম্পানি আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এবং ‘প্রাণমিল্ক’ উৎপাদনকারী প্রাণ ডেইরি লিমিটেড। তাদের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এদিকে আরো ৫ কম্পানি আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে আবেদন করা হয়েছে বলে জানা গেছে।

এর আগে রোববার (২৮ জুলাই) মিল্ক ভিটার ক্ষেত্রে হাইকোর্টের আদেশ ৮ সপ্তাহের জন্য স্থগিত করা হয়।

রোববার বিএসটিআইয়ের লাইসেন্সধারী ১৪টি কম্পানির পাস্তুরিত দুধে অ্যান্টিবায়োটিক ও সীসা থাকায় সবগুলো কম্পানির পাস্তুরিত দুধ উৎপাদন ও বিতরণ পাঁচ সপ্তাহের জন্য বন্ধ রাখতে আদেশ দেন হাইকোর্ট।

Related Articles

Leave a Reply

Close
Close