দেশজুড়েবিশ্বজুড়ে

‘ফারাজ’ সিনেমা নির্মাণ বন্ধে লিগ্যাল নোটিশ

ঢাকা অর্থনীতি ডেস্ক:   বাংলাদেশে গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনা নিয়ে বলিউডে ‘ফারাজ’ নামে সিনেমা নির্মাণ বন্ধের জন্য বাংলাদেশের‘অবিন্তা কবির ফাউন্ডেশন’ এর পক্ষে আইনি নোটিশ পাঠিয়েছে ল ফার্ম ‘লিগ্যাল কাউন্সেল’। গত সোমবার লিগ্যাল কাউন্সিলের পক্ষ থেকে টি-সিরিজ, হানসাল মেহেতা এবং অনুভব সিনহাকে নোটিশটি পাঠানো হয় বলে জানানো হয় এক প্রেস বিজ্ঞপ্তিতে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, হলি আর্টিজান হামলায় রুবা আহমেদ তার একমাত্র সন্তান অবিন্তা কবিরকে হারিয়েছেন। তিনি চান না এই ঘটনা থেকে কোনো কন্টেন্ট নির্মাণ হোক। কারণ, এটি তাকে তার মেয়ের কষ্টদায়ক স্মৃতিকে বারবার জাগিয়ে তুলবে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এটি বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করবে। এছাড়া সিনেমা নির্মাণের আগে ভুক্তভোগী পরিবারের কোনো অনুমতি নেয়া হয়নি।  এদিকে এই নোটিশের প্রেক্ষিতে এখনও কোনো জবাব আসেনি বলিউড থেকে।

প্রসঙ্গত, ২০১৬ সালের পহেলা জুলাই গুলশানের হলি আর্টিজানে ভয়াবহ জঙ্গি হামলা হয়। হামলায় নিহত ২০ বছরের বাংলাদেশি তরুণ ফারাজ আহমেদের নামেই সিনেমার নামকরণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Close
Close