খেলাধুলা
ফাইনালেও শিবলীর সেঞ্চুরি
ঢাকা অর্থনীতি ডেস্ক: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে সেঞ্চুরির দেখা পেয়েছেন বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটার আশিকুর রহমান শিবলী। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে তিনি ১২৯ বলে স্পর্শ করেন তিন অঙ্ক। তার অপরাজিত সেঞ্চুরিতে বড় সংগ্রহের দিকে এগুচ্ছে বাংলাদেশ। এনিয়ে চলতি আসরে তিনি দ্বিতীয়বার এই ম্যাজিক ফিগারের দেখা পেলেন। এর আগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেন হার না মানা ১১৬ রানের ম্যাচজয়ী ইনিংস।
চলতি আসরটি স্বপ্নের মতো কাটছে শিবলীর। সেমিফাইনালে ভারতে বিপক্ষের ম্যাচ ছাড়া সব ম্যাচেই রান পেয়েছেন তিনি। গ্রুপ পর্বে আরব আমিরাতের বিপক্ষে করেন ৭১ রান। জাপানের বিপক্ষে ৪৫ বলে ৫৫ রান করে অপরাজিত থাকেন এই ওপেনার। আর শ্রীলঙ্কার বিপক্ষে তুলে নেন সেঞ্চুরি। শেষ পর্যন্ত ১১৬ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতেই মাঠ ছাড়েন তিনি।
তবে সেমিফাইনালে ভারতের বিপক্ষে মাত্র ৭ রানেই কাটা পড়েন রানআউটে। ফাইনালের বড় মঞ্চে আবার শতক তুলে নিয়ে নিজের আগমনী বার্তা দিয়ে রাখলেন এই তরুণ। তিনি অপরাজিত ছিলেন ১১৮ রানে। আর বাংলাদেশের দলীয় সংগ্রহ ৪৫ ওভারে ৩ উইকেটে ২৪৫ রান।
/এএস