বিশ্বজুড়ে
৫০ নারীকে ফাঁদে ফেলে যৌন নিপীড়ন

ঢাকা অর্থনীতি ডেস্কঃ কেরালায় ফাঁদে ফেলে পঞ্চাশ নারীকে যৌন নিপীড়নের অভিযোগে ২৫ বছর বয়সী এক যুবককে শনিবার (১ জুন) গ্রেফতার করেছে পুলিশ।
বিভিন্ন বয়সী নারীদের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্পর্ক গড়ে তুলে তাদের অন্তরঙ্গ ছবি সংগ্রহ করে ব্ল্যাকমেইল করত বলে জানা গেছে।
এক নারীর অভিযোগের ভিত্তিতে এত্তুমানুরের নিকটবর্তী আরিপারাম্বু এলাকা থেকে শনিবার প্রাদেশ কুমার নামের ঐ যুবককে গ্রেফতার করে পুলিশ।
অভিযুক্ত যুবক নারীদের ফাঁদে ফেলানোর পদ্ধতির বর্ণনা দিতে গিয়ে বলে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সে বিভিন্ন নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলত। অধিকাংশ ক্ষেত্রে সে বিবাহিত নারীদের সঙ্গে সম্পর্ক করত। সে এসব নারীর ফোন নম্বর সংগ্রহ করত। তাদের সঙ্গে সে কথাবার্তা বলে পারিবারিক সমস্যা বোঝার চেষ্টা করত। এক পর্যায়ে অভিযুক্ত ব্যক্তি কোনো ভুয়া অ্যাকাউন্ট থেকে তার কাঙ্ক্ষিত নারীর স্বামীর সঙ্গে মেয়ে সেজে ফেসবুকে সম্পর্ক করে ওই পুরুষের ছবি সংগ্রহ করত। এভাবে ঘটনার একটা ধাপে সে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব তৈরি করে নিজে ফায়দা হাসিল করত।