দেশজুড়েপ্রধান শিরোনাম

ফরিদপুর ও কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৬ নিহত

ঢাকা অর্থনীতি ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। প্রায় দুই ঘণ্টাব্যাপী উদ্ধার অভিযান চালিয়ে নিহত ও আহতদের উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে ফরিদপুর-বরিশাল মহাসড়কের বিশ্বরোড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নগরকান্দা উপজেলার রামনগর গ্রামের ধলা ফকিরের ছেলে বাসচালক রওশন ফকির (৪৫) ও রাজবাড়ী জেলার পাচুরিয়া গ্রামের লক্ষণ কুন্ডর স্ত্রী বাসযাত্রী মিরা কুন্ডু (৬০)। আহত একজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তবে তাঁর পরিচয় জানা যায়নি।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান, বরিশাল থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসা তুহিন পরিবহন ভাঙ্গা বিশ্বরোড অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা রাজু এন্টারপ্রাইজেরসঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রাজু এন্টারপ্রাইজের চালক রওশন ফকির ও যাত্রী মারা যান। দুর্ঘটনায় আহত হন কমপক্ষে ৩০ জন। আহতদের উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

অন্যদিকে আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে কি‌শোরগ‌ঞ্জের ক‌টিয়াদীর আচ‌মিতা এলাকায় ট্রাক-‌সিএন‌জির মু‌খোমু‌খি সংঘ‌র্ষে ৩ জন নিহত। এ ঘটনায় আহত হয়েছে ৪ হজন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করেছে। পাশাপাশি আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Close
Close