দেশজুড়েপ্রধান শিরোনাম

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নগরকান্দা পৌর মেয়রের স্ত্রী, ছেলেসহ নিহত ৩

ঢাকা অর্থনীতি ডেস্কঃ বাসের ধাক্কায় ফরিদপুরের নগরকান্দা পৌরসভার নবনির্বাচিত মেয়রের স্ত্রী-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় মেয়রসহ আরো ১০ জন আহত হয়েছেন।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের কালের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নগরকান্দা পৌরসভার মেয়র নিমাই চন্দ্র সরকারের স্ত্রী সঞ্চিতা সরকার, ছেলে গৌরব সরকার ও পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল মাতুব্বর।

স্থানীয়রা জানায়, স্ত্রী-ছেলেসহ কয়েকজনকে সঙ্গে নিয়ে ভাঙ্গা উপজেলায় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে মাইক্রোবাসে নগরকান্দায় বাড়িতে ফিরছিলেন পৌর মেয়র নিমাই চন্দ্র সরকার। কালের মোড় এলাকায় পৌঁছালে চট্টগ্রামগামী জিএফ পরিবহনের একটি বাস তাদের মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মেয়রের স্ত্রী সঞ্চিতা সরকার ও কামাল মাতুব্বর নিহত হন।

আহত অবস্থায় পৌর মেয়র নিমাই সরকার ও তার ছেলে গৌরব সরকারকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে গৌরবের মৃত্যু হয়। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পৌর মেয়র। তার অবস্থাও আশঙ্কাজনক।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি ওমর ফারুক জানান, মাইক্রোবাস ও যাত্রীবাহী পরিবহনের মুখোমুখি সংঘর্ষে পৌর মেয়রের স্ত্রী, ছেলেসহ ঘটনাস্থলেই তিনজন মারা গেছেন।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close