শিল্প-বানিজ্য
প্লাস্টিক ব্যবহার করবে না ইউনিলিভার
ঢাকা অর্থনীতি ডেস্কঃ নতুন করে আর প্লাস্টিক ব্যবহার করবে না ইউনিলিভার। জেনারেশন জেড নামে একটি সংগঠনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ পরিকল্পনা করে বহুজাতিক প্রতিষ্ঠানটি।
প্রধান নির্বাহী অ্যালান জোপ জানান, আগামী ৫ বছরের মধ্যে নতুন প্লাস্টিক সংযুক্ত না হলেও বর্তমানে ইউনিলিভারের পণ্যে ব্যবহার হওয়া প্লাস্টিক পুনঃব্যবহার করা হবে। একই সাথে প্লাস্টিকের বিকল্প পণ্য সন্ধানের প্রতিশ্রুতি দেন তিনি।
২০৩০ সালের মধ্যে প্লাস্টিকের ব্যবহার শূন্যে নামানোর লক্ষ্য নির্ধারণ করেছে ইউনিলিভার। বর্তমানে উৎপাদিত পণ্য বাজারজাতকরণে জন্য ৭ লাখ টনের বেশি প্লাস্টিক ব্যবহার করে প্রতিষ্ঠানটি।
ইউনিলিভারের প্লাস্টিক বন্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে একই ধরনের উদ্যোগ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে নেসলে।
#এমএস