বিশ্বজুড়ে

প্রয়োজনে সিএএ নিয়ে একা লড়ার ঘোষণা মমতার

ঢাকা অর্থনীতি ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বিধানসভায় বৃহস্পতিবার (০৯ই জানুয়ারি) সিএএ নিয়ে প্রয়োজনে একা লড়ব বললেন তিনি। তিনি আরও বলেন নোংরা রাজনীতি হচ্ছে, তাই নাগরিকত্ব আইন নিয়ে বিরোধী দলগুলির বৈঠকে যোগ দিচ্ছেন না তিনি।

এদিন বিরোধীদের আনা সিএএ-বিরোধী প্রস্তাব বিধানসভায় পাস করা প্রসঙ্গে মুখমন্ত্রী বলেছেন, রাজ্য বিধানসভা ইতিমধ্যে এনআরসির বিরোধিতা করে একটা প্রস্তাব নিয়েছে। আবার নতুন প্রস্তাবের কী দরকার? কটাক্ষের সুরে তিনি বলেন, ‘আপনারা (বাম-কংগ্রেস) দিল্লিতে একটা রাজনৈতিক কৌশল নেবেন, আর রাজ্যে ঠিক তার উলটো কৌশল নেবেন। সেই পথের পথিক হবো না। প্রয়োজনে আমি একাই লড়ব।’

এ সময় মমতা আরও বলেন, ‘যে কারণ দর্শিয়ে ওই বনধ ডাকা আমি তাঁর পূর্ণ সমর্থন করি। তবে বুধবারের রাজ্য অচল করে, ভাঙচুর করে বনধ সফল করার নীতিকে আমি সমর্থন করি না।’

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলা ও সিএএ-বিরোধী প্রচারের কর্মপন্থা আলোচনায় বিরোধীদের বৈঠক ডেকেছেন কংগ্রেসের অভ্যন্তরীণ সভানেত্রী সনিয়া গান্ধি। তবে সেই বৈঠকে যাবেন না তৃণমূর নেত্রী মমতা বন্দোপাধ্যায়।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close