দেশজুড়ে
প্রয়োজনে সকল স্টেডিয়াম করোনা চিকিৎসায় ব্যবহার করা হবে:ক্রীড়া প্রতিমন্ত্রী
ঢাকা অর্থনীতি ডেস্কঃ দেশের সকল স্টেডিয়াম প্রয়োজনে করোনা রোগীদের চিকিৎসার জন্য হাসপাতাল হিসেবে ব্যবহার করা যাবে।রাজধানী ঢাকাসহ দেশের সকল স্টেডিয়াম বিশেষ করে ইনডোর স্টেডিয়ামসমূহ প্রয়োজনে করোনা রোগীদের চিকিৎসার জন্য ব্যবহার করা যাবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘সব মিলিয়ে দেশে প্রায় ১০০ এর অধিক স্টেডিয়াম আছে। প্রয়োজনে এই স্টেডিয়ামগুলোতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আবাসন হিসেবে ব্যবহার করা যেতে পারে। এছাড়াও করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার কাজেও প্রয়োজনে এই স্টেডিয়ামগুলো রূপান্তর করা সম্ভব।’
তিনি জানিয়েছেন দেশে করোনা পরিস্হিতি এখনও নিয়ন্ত্রনে আছে তবে আত্মতুষ্টিতে না ভুগে আসছে দিনের জন্য ব্যবস্হা নিতে হবে। করোনা মোকাবিলায় সকল পরিস্থিতিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদ সার্বিক সহযোগিতায় সব সময় প্রস্তত আছে বলেও জানান জাহিদ আহসান রাসেল।
/এন এইচ