বিনোদন

প্রেম-প্রতারণার গল্প ‘ময়ূরাক্ষী’

ঢাকা অর্থনীতি ডেস্ক: আজ ইন্টারন্যাশনালের ব্যানারে নির্মিত হচ্ছে প্রথম সিনেমা। নাম ‘ময়ূরাক্ষী’। এ সিনেমায় অভিনয় করবেন চিত্রনায়িকা ববি। সিনেমাটি নির্মাণ করবেন রাশিদ পলাশ।

মঙ্গলবার (৩০ নভেম্বর) রাজধানীর একটি অভিজাত হোটেলে সিনেমার মহরত অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

তিনি বলেন, ‘ময়ূরাক্ষী’ সিনেমার সাথে যারা জড়িত তাদের সবাইকে অনেক ধন্যবাদ। অনেক ভালো সিনেমা নির্মাণ করতে হবে।

অনুষ্ঠানে সিনেমার প্রথম পোস্টার উন্মোচন করা। সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা রাশিদ পলাশ বলেন, এটি আমার প্রথম প্রেমের সিনেমা। প্রতিটি প্রেমই একটি পরিণতির দিকে যায়। সেই ভাবনা থেকেই সিনেমাটি নির্মাণের পরিকল্পনা। দর্শকদের বিনোদন দেওয়ার জন্যই আমাদের এ প্রয়াস।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক সোহরাব হোসেন, পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, মহাসচিব শাহীন সুমন, আজ ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক শাহাদাত হোসেন লিটন, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজান উল আলম, চিত্রপরিচালক হাবিবুল ইসলাম হাবিব, ছটকু আহমেদ, অপূর্ব রানা, চিত্র নায়িকা শিরিন শিলা, মম শিউলী প্রমুখ।

Related Articles

Leave a Reply

Close
Close