দেশজুড়ে

প্রেম করে বিয়ে; অতঃপর স্ত্রীকে গলা কেটে হত্যা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় আয়েশা বেগম (১৮) নামের এক নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে।

শুক্রবার (১৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার কাষ্টভাংগা গ্রামের একটি লিচু বাগান থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত আয়েশা বেগম ওই গ্রামের ইদ্রিস আলীর মেয়ে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুচ আলী জানান, মাত্র কয়েক মাস আগে প্রেম করে বিয়ে করেন আয়েশা ও এখলাস। কিন্তু এখলাসের পরিবারের লোকজন এ বিয়ে মেনে নেয়নি। গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এখলাস ফোন করে আয়েশাকে বাড়ি থেকে ডেকে নেন। এরপর তাঁরা দুজনে গ্রামের মাঠে লিচু বাগানে যান। সেখানে আয়েশাকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করা হয়।

ওসি আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে, দুজনের মধ্যে ঝগড়ার একপর্যায়ে এখলাস এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন। তাঁকে গ্রেপ্তার করার জন্য অভিযান চলছে।’

Related Articles

Leave a Reply

Close
Close