দেশজুড়ে

প্রিয়া সাহার বিরুদ্ধে রাষ্টদ্রোহসহ ২ টি মামলা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে সংখ্যালঘু নির্যাতন নিয়ে অসত্য তথ্য দিয়ে বাংলাদেশের ইমেজ ক্ষুণ্ণ করার ষড়যন্ত্রের অভিযোগে রোববার (২১ জুলাই) প্রিয়া সাহার বিরুদ্ধে রাষ্টদ্রোহ মামলা করেছেন ব্যারিস্টার সুমন।

একই অভিযোগে ঢাকা বারের কার্যনির্বাহী সদস্য ইব্রাহীম খলিল তার বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করেছেন।

গত ১৮ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। সেখানে প্রিয়া সাহাকে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলতে দেখা যায়।

প্রিয়া এ সময় ট্রাম্পকে জানান, বাংলাদেশ থেকে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের ৩ কোটি ৭০ লাখ লোক নিখোঁজ রয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে প্রিয়া এ কথাও বলেন যে, মুসলিম মৌলবাদীরা তার জমি দখল করে নিয়েছে। হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন যাতে বাংলাদেশে বসবাস করতে পারে এ জন্য ট্রাম্পের সহযোগিতা কামনা করেন তিনি।

Related Articles

Leave a Reply

Close
Close