কৃষিপ্রধান শিরোনামশিল্প-বানিজ্য

প্রায় ৪ লাখ চামড়া কিনেছেন ট্যানারী মালিকরা- বিটিএ

নিজস্ব প্রতিবেদকঃ বাণিজ্য মন্ত্রনালয়ের অনুরোধে গত ১৭ আগস্ট থেকে চামড়া কেনা শুরু করেছে ট্যানারী মালিকেরা। বাংলাদেশ ট্যানার’স এসোসিয়েশনে পক্ষ থেকে জানানো হয়েছে ট্যানারী মালিকেরা ইতমধ্যে প্রায় ৪ লাখ চামড়া কিনেছেন।

ঈদের দিন(১২ আগস্ট) প্রায় ২ লাখসহ শনিবার (১৭ আগস্ট) থেকে মঙ্গলবার (২০ আগস্ট) পর্যন্ত মোট প্রায় ৪ লাখ চামড়া কিনেছেন ট্যানারি মালিকগণ। ঢাকা অর্থনীতিকে এ তথ্য জানিয়েছেন, বিটিএ’র সাধারণ সম্পাদক সাখাওয়াত উল্লাহ।

তিনি আরও বলেন, বছরের প্রায় ৫০ শতাংশ চামড়া আসে কোরবানীর ঈদ থেকে। প্রতি বছরের মত এই ঈদে গরু-ছাগল-মহিষ-ভেড়া সব মিলিয়ে প্রায় ৮০- ৮৫ লক্ষ পিস চামড়া সংগ্রহের লক্ষমাত্রা ছিলো আমাদের। আশা করছি আমরা লক্ষমাত্রার কাছাকাছি যেতে পারবো।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close