প্রধান শিরোনামবিশ্বজুড়ে

প্রাচীর তুলে দিলেই বিশ্বব্যাপী চ্যালেঞ্জগুলোর সমাধান হবে নাঃ চীনা পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা অর্থনীতি ডেস্কঃ জাতিসংঘের বার্ষিক সাধারণ পরিষদে স্টেট কাউন্সিলর এবং চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ঝি বলেছেন, প্রাচীর তুলে দিলেই বিশ্বব্যাপী চ্যালেঞ্জগুলোর সমাধান হবে না এবং নিজের সমস্যার জন্য অন্যদের দোষারোপ করেও কাজ হবে না। মহামন্দা থেকে পাওয়া শিক্ষা ভুলে যাওয়া উচিত নয়।

গতকাল শুক্রবার সাধারণ পরিষদের অধিবেশনে এসব কথা বলেন ওয়াং ঝি।

চীনের এই শীর্ষ কূটনীতিক বলেন, শুল্ক ও বাণিজ্যসংক্রান্ত বিরোধ বিশ্বকে মন্দায় ডুবিয়ে দিতে পারে এবং বেইজিং সেসব বিরোধ ‘শান্ত, যৌক্তিক ও সহযোগী পদ্ধতিতে সমাধান করতে প্রতিশ্রুতিবদ্ধ’।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম সরাসরি উল্লেখ না করে ১৫ মাস আগে যুক্তরাষ্ট্র চীনের বিরুদ্ধে ক্ষয়ক্ষতিপূর্ণ বাণিজ্যযুদ্ধ শুরু করা প্রসঙ্গে ওয়াং ঝি বলেন, শুল্ক ও বাণিজ্য–বিরোধের উসকানি বৈশ্বিক শিল্প ও সাপ্লাই চেইনগুলোকে বিপর্যস্ত করে এবং বহুপক্ষীয় বাণিজ্য–ব্যবস্থা ও বৈশ্বিক অর্থনীতির বাণিজ্যিক শৃঙ্খলা ক্ষুণ্ন করে। তিনি আরও বলেন, এসব বিরোধের কারণে বিশ্বব্যাপী মহামন্দা দেখা দিতে পারে।

আগামী অক্টোবরের প্রথমার্ধে বিশ্বের দুই অর্থনৈতিক পরাশক্তির মধ্যে ওয়াশিংটনে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে।

 

/আরকে

Related Articles

Leave a Reply

Close
Close