দেশজুড়ে

প্রশান্ত কুমার হালদারসহ ১৯ জনের ব্যাংক হিসাব জব্দ

ঢাকা অর্থনীতি ডেস্ক: পলাতক ব্যাংকার প্রশান্ত কুমার হালদারসহ ১৯ জনের ব্যাংক হিসাব জব্দ ও পাসপোর্ট আটকানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুই জন বিনিয়োগকারীর টাকা ফেরত সংক্রান্ত এক আবেদনের শুনানিতে বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারের একক বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শাহরিয়ার কবির।

ক্যাসিনো কান্ডের শুরুতে যে ৪৩ জনের অবৈধ সম্পদ অনুসন্ধান শুরু করে দুদুক প্রশান্ত কুমার হালদার তাদের একজন। দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে আর্থিক প্রতিষ্ঠান রিলায়েন্স ফাইন্যান্সসহ অন্যান্য লিজিং প্রতিষ্ঠানে কারসাজি করে অর্থ আত্মসাতের অভিযোগ তার বিরুদ্ধে।

যে ১৯ জনের হিসাব জব্দ ও পাসপোর্ট আটকানোর আদেশ দেয়া হয়েছে, তাদের মধ্যে প্রশান্ত কুমার হালদার ছাড়াও রয়েছেন এমএ হাসেম, জহিরুল আলম, বিষুদেব ব্যানার্জি, পাপিয়া ব্যানার্জি , মমতাজ বেগম, নওশেরুল ইসলাম, আনোয়ারুল কবির, প্রকৌশলী নুরুল কবির।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close