তথ্যপ্রযুক্তিদেশজুড়ে
‘প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে পারলে বন্ধ হবে দুর্নীতি’
ঢাকা অর্থনীতি ডেস্ক: রাষ্ট্রের সব পর্যায়ে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারলে দুর্নীতি বন্ধ করা সম্ভব হবে বলে মনে করেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।
বিগ ডাটা ও ক্লাউড নিয়ে আয়োজিত সেমিনারে পরিবর্তিত বিশ্বে তথ্যভাণ্ডার গড়ে তোলা, তার সংরক্ষণ এবং প্রাইভেসির গুরুত্ব তুলে ধরা হয়।
ডিজিটাল বাংলাদেশ মেলার সেমিনারে অংশ নিয়ে মন্ত্রী বলেন, চতুর্থ শিল্প বিপ্লবে এগিয়ে থাকতে তরুণদের সামনে প্রযুক্তিখাতে দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই।
আলোচকরা বলেন, ডাটা বিশ্লেষণ এবং ক্লাউড ইঞ্জিনিয়ারিং খাতে দক্ষ জনশক্তির চাহিদা বাড়ছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকেও বাজারের চাহিদা বুঝে সিলেবাস পরিবর্তন করতে হবে বলে মত দেন তারা।
এ সময় বলা হয়, বাংলাদেশে ফাইভজি চালু করতে প্রযুক্তিখাতের অবকাঠামো উন্নয়নে আরও কাজ করতে হবে। সেমিনারে বিটিআরসি চেয়ারম্যান জহুরুল হক উদ্ভাবনী উদ্যোগ দিয়ে সমাজের সমস্যা সমাধানে তরুণদের প্রযুক্তির ব্যবহার বাড়ানোর আহ্বান জানান।
/এএস