দেশজুড়েপ্রধান শিরোনাম
প্রভাবশালীর বিরুদ্ধে পুলিশে নিয়োগে ঘুষ গ্রহণের অভিযোগ
ঢাকা অর্থনীতি ডেস্ক: পুলিশের চাকরির দেওয়ার নামে প্রভাবশালী এক ব্যক্তির বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে নাটোর সদর থানায় অভিযোগ দিলেও মামলা হিসেবে গ্রহণ করেনি পুলিশ।
শনিবার মধ্যরাতে অভিযোগ দেওয়া হলেও রোববার (১৪ নভেম্বর) সকাল ১১টা পর্যন্ত এটি মামলা হিসেবে গ্রহণ হয়নি।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সদর উপজেলার বাঙ্গাবাড়িয়া এলাকার সদ্য পুলিশ কনস্টেবলে নিয়োগপ্রাপ্ত আমিনার মা ফেরদৌসী বেগম শনিবার মধ্যরাতে থানায় অভিযোগ করেছেন।
মুনছুর রহমান বলেন, আমিনার মা অভিযোগে উল্লেখ করেছেন, পুলিশে নিয়োগ দেওয়ার নামে টাকা গ্রহণ করা হয়েছে। পরবর্তীতে সেই টাকা ফেরত পেয়েছেন। তিনি অভিযোগটি দেখতে থানায় এসেছেন ।
গত ৯ নভেম্বর নাটোর জেলায় ৩৫ জনকে পুলিশের কনস্টেবল পদে নিয়োগের জন্য চূড়ান্ত করা হয়। এদের মধ্যে ৩০ জন পুরুষ ও ৫ জন নারীকে চূড়ান্ত করা হয়। ৫ জন নারীর মধ্যে পঞ্চম স্থান অর্জন করেন নাটোর সদর উপজেলার বাঙ্গাবাড়িয়া এলাকার আবুল হোসেনের কন্যা আমিনা।
আমিনার মা ফেরদৌসী বেগম অভিযোগ করেন, তার মেয়ে শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ৭ নভেম্বর লিখিত পরীক্ষাতেও উত্তীর্ণ হয়। এরপর তাদের এক প্রভাবশালী প্রতিবেশী ব্যক্তি তার মেয়েকে চূড়ান্ত নিয়োগের ব্যবস্থা করতে ১২ লাখ টাকার দাবি করেন। পরবর্তীতে বিষয়টি ৫ লাখ টাকায় রফা হয়। ৫ লাখ টাকার মধ্যে চূড়ান্ত নিয়োগের আগেই ৪ লাখ টাকা গ্রহণ করে ওই প্রভাবশালী ব্যক্তি। পরে ১১ নভেম্বর ওই প্রভাবশালী ব্যক্তি অবশিষ্ট ১ লাখ টাকা প্রদানের জন্য চাপ দেয়। অন্যথায় চূড়ান্ত নিয়োগ বাতিলের হুমকিও দেয় সে।
বাকি ১ লাখ টাকা গ্রহণের জন্য অতিরিক্ত চাপ প্রয়োগ করলে শুক্রবার (১২ নভেম্বর) সন্ধ্যায় তিনি পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পরে পুলিশের কর্মকর্তারা শুক্রবার রাত ২টায় প্রভাবশালী ওই ব্যক্তির বাড়ি থেকে ৪ লাখ টাকা উদ্ধার করে তাদের হাতে বুঝিয়ে দেন। শনিবার সকালে বিষয়টি প্রকাশ পেলে টক অব দা টাউনে পরিণত হয়।
পরে ঘটনাটি পুলিশের পক্ষ থেকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। তবে শনিবার বিষয়টি প্রকাশ হলে পুলিশ ভুক্তভোগী আমিনার পরিবার থেকে অভিযোগ গ্রহণ করে।