দেশজুড়েপ্রধান শিরোনাম

প্রবাসীরা পালিয়ে যৌনপল্লীতে অবস্থান করতে পারেন ; ডিসি টাঙ্গাইল

ঢাকা অর্থনীতি ডেস্ক: কোয়ারেন্টাইন থেকে বাঁচতে প্রবাসীরা পালিয়ে যৌনপল্লীতে অবস্থান নিচ্ছেন বলে মন্তব্য করেছেন টাঙ্গাইল জেলা প্রশাসক শহিদুল ইসলাম।

তিনি বলেন, যারা বিদেশ থেকে এসেছেন তাদের হোম কোয়ারেন্টাইনে নেয়া হচ্ছে। অনেকেই আবার পালিয়ে বেড়াচ্ছেন। প্রবাসীরা পালিয়ে যৌনপল্লীতে অবস্থান নিতে পারে। এ কারণে ১৫ দিন যৌনপল্লী বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

শুক্রবার (২০ মার্চ) টাঙ্গাইল পৌর শহরের কান্দাপাড়ার যৌনপল্লী বন্ধ ঘোষণার সময় এ মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি আরো বলেন, যতদিন এই যৌনপল্লী বন্ধ থাকবে ততদিন জেলা প্রশাসনের অর্থায়নে যৌনকর্মীদের খাদ্য সরবরাহ করা হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার রঞ্জিত কুমার রায়, সিভিল সার্জনসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।

এর আগে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকিতে থাকায় দেশের সর্ববৃহৎ গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীও বন্ধ করে দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমান।

Related Articles

Leave a Reply

Close
Close