দেশজুড়েপ্রধান শিরোনাম
‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা বলেন তা করে দেখান, তার প্রমাণ পদ্মা সেতুঃ মতিয়া চৌধুরী
ঢাকা অর্থনীতি ডেস্কঃ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেছেন, নিজেদের অর্থে পদ্মা সেতু আজ দৃশ্যমান।‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা বলেন তা করে দেখান, তার প্রমাণ পদ্মা সেতু। দেশি-বিদেশি নানামুখী ষড়যন্ত্র পদ্মা সেতুর বাস্তবায়ন রুখতে পারেনি। স্বপ্ন আজ বাস্তবে রূপ নিয়েছে।
শনিবার (১২ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সব দ্বিধা-দ্বন্দ্ব ভুলে দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মতিয়া চৌধুরী।
নগরীর টাউন হলে অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকার সভাপতিত্বে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় বক্তব্য রাখেন- আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক বাবু অসিম কুমার উকিল এমপি, কেন্দ্রীয় সদস্য মারুফা আক্তার পপি, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহম্মেদ এমপি, সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি, নাজিম উদ্দিন আহমেদ এমপি, আনোয়ারুল আবেদিন তুহিন এমপি, কাজিম উদ্দিন ধনু এমপি, ফাহমি গোলন্দাজ বাবেল এমপি, জুয়েল আরেং এমপি, মনিরা সুলতানা মনি এমপি, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অ্যাডভোকেট কবীর উদ্দিন ভুইয়া, আমিনুল হক শামীম, অধ্যাপক ইউসুফ খান পাঠান, অ্যাডভোকেট ফরিদ আহমেদ, মোহাম্মদ মমতাজ উদ্দিন মন্তা, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম প্রমুখ।
/এন এইচ