শিল্প-বানিজ্য

প্রধানমন্ত্রীর ছবিযুক্ত নোট ভুয়া

ঢাকা অর্থনীতি ডেস্কঃ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ১০০ টাকা মূল্যমানের নতুন মুদ্রিত নোট নিয়ে জনমনে বিভ্রান্ত ছড়াচ্ছে একটি মহল।

তবে ফেসবুকে যে ১০০ টাকার নোটের ছবি দেখা যাচ্ছে তা সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা।

তিনি বলেন, ফেসবুকে ১০০ টাকার যে নোটের সম্মুখভাগে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পেছনভাগে বঙ্গবন্ধু স্যাটেলাইট এর ছবি রয়েছে- এমন একটি নোট দেখা যাচ্ছে। কিন্তু বাংলাদেশ ব্যাংক কর্তৃক এ ধরনের কোনো প্রকার নোট মুদ্রণের উদ্যোগ গ্রহণ করা হয়নি। ফেসবুকের মাধ্যমে যে নোটের ছবি দেখা যাচ্ছে তা সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন।

জনমনে বিভ্রান্তি সৃষ্টিকারী এ ধরনের নোটের ছবি প্রচার না করতে সবার প্রতি অনুরোধ জানানো হচ্ছে। ইতোমধ্যে বিভ্রান্তি সৃস্টিকারীদের সনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে বলেও জানান তিনি।

Related Articles

Leave a Reply

Close
Close