বিনোদন

প্রধানমন্ত্রীর কাছে শাকিবের আবেদন

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান বলেছেন, বিএফডিসিতে চলছে নানারকম সাংগঠনিক অস্থিরতা। শিল্পীদের মধ্যে বিভেদ সৃষ্টি, কাজের পরিবেশ নেই। এরফলে নিজেদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। এছাড়া প্রেক্ষাগৃহ বন্ধ, বেকার হয়ে আছেন সিনেমা সংশ্লিষ্ট হাজারো শিল্পী-কুশলী। এই সংকট দূর করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া সম্ভব নয়।

শাকিব খান বলেন, ‘বঙ্গবন্ধুর হাতে গড়া এফডিসি এখন ভালো নেই। ভালো নেই চলচ্চিত্রের মানুষগুলো। বঙ্গবন্ধু বেঁচে থাকলে হয়তো আজ তার হাতে গড়া এফডিসির এমন অবস্থা দেখতে হতো না। চলচ্চিত্রে আজ গুটি কয়েক মানুষের জন্য বিতর্কিত হয়েছে। তাদের বিরুদ্ধে চলচ্চিত্রের ১৮ সংগঠন একত্রে কাজ করছে। এই অপশক্তি দূর করে আমাদের প্রাণের চলচ্চিত্র বাঁচাতে হবে। এফডিসির প্রত্যেকটা সংগঠনই এখন কঠোর অবস্থানে রয়েছে।’

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‌‌‘বঙ্গবন্ধু কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন জানাই, আপনার বাবা তথা জাতির পিতার হাতে গড়া এই ইন্ডাস্ট্রিকে বাঁচাতে দ্রুত পদক্ষেপ নিন। আপনি ছাড়া আর কোনও উপায় দেখছি না। প্লিজ, আপনি শুধু আমাদের কাজের পরিবেশটুকু তৈরি করে দিন, বাকিটা আমরাই তৈরি করে নেবো।’

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close