দেশজুড়ে

প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে আলালের বিরুদ্ধে ব্যবস্থার দাবি

ঢাকা অর্থনীতি ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার দাবি ওঠেছে। আইনী ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছে আওয়ামী লীগসহ এর অংগ সংগঠনের নেতাকর্মীরা। বিএনপির দাবি আলালের বক্তব্য রাজনৈতিক আর প্রতিহিংসা থেকেই তার বিরুদ্ধে আইনী ব্যবস্থার দাবি করছে ক্ষমতাসীনরা।

বিভিন্ন সভা সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোজজ্জেম হোসেন আলাল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে করা কটূক্তির অভিযোগে বেশ কয়েকদিন ধরেই সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিক্ষোভ কর্মসূচি পালন করছে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন।

এরই মধ্যে বিএনপির এই নেতার বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলা আর শিষ্টাচার বহির্ভুত মন্তব্যের ভিডিও কনটেন্ট ইউটিউব থেকে সরাতে উচ্চ আদালতে রিট হয়েছে।

রাজনীতির বাইরে ব্যক্তিগত আক্রমণ শালীনতা বর্জিত দাবি করলেও আলালের বিরুদ্ধে কটুক্তির মামলা রাজনৈতিক প্রতিহিংসার বহিপ্রকাশ বলে মন্তব্য বিএনপির।

প্রধানমন্ত্রীকে নিয়ে আলালের বক্তব্য মানহানিকর নয় দাবি করে বরং রাজনৈতিক কারণে তার বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

রাজনৈতিক প্রতিহিংসা থেকে গেলো বার বছর ধরেই নানা ইস্যুতে বিএনপি নেতাদের বিরুদ্ধে হয়রানিমুলক মামলা দেয়া হচ্ছে বলে দাবি বিএনপির।

Related Articles

Leave a Reply

Close
Close