বিনোদন

প্রধানমন্ত্রীকে উৎসর্গ করে বিজয় দিবসে রাত্রির গান

ঢাকা অর্থনীতি ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্ব নিয়ে নতুন একটি গান করেছেন সংগীতশিল্পী রাত্রি চৌধুরী। গানের শিরোনাম ‘শেখ হাসিনা’। আসছে বিজয় দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীকে উৎসর্গ করে গানটি করেন তিনি।
গানটি লিখেছেন জুলফিকার জায়েদি, সুর ও মিউজিক করেছেন মাহমুদ সানী। রাত্রি চৌধুরীর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ১৬ই ডিসেম্বর গানের ভিডিওসহ এটি প্রকাশ হবে।

গানটি নিয়ে রাত্রি চৌধুরী বলেন, আমরা শিল্পীরা দেশের গান করতে সব সময়ই ভালোবাসি। আর আমাদের দেশটি সফলভাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের সফলতার কথা যখন আসে তখন প্রধানমন্ত্রীর নামও সাথে সাথে চলে আসে। আর সব সময় শিল্পীদের পাশে থাকেন তিনি। তাই ভালোবাসার জায়গা ও দায়িত্বের জায়গা থেকেই গানটি করা। তাঁকে উৎসর্গ করেই গানটি গেয়েছি। তাই ভুল-ত্রুটি হলেও তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল।

উল্লেখ্য, শৈশব থেকেই সঙ্গীতের সঙ্গে যুক্ত চট্টগ্রামের মেয়ে রাত্রি চৌধুরী। চট্টগ্রামের লোকাল ব্যান্ড দল ‘ইন চিটাগাং ব্যান্ড’-এ লিড ভোকালিস্ট হিসেবে কাজও করেন তিনি। এরপর মিক্সড অ্যালবামসহ বেশকিছু জনপ্রিয় গানের কাভার করেন রাত্রি। স্টেজ শোতেও সফল তিনি।

/কেএইচ এস/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close