দেশজুড়ে
প্রথম বিয়ে গোপন করে দ্বিতীয় বিয়ে, গৃহবধূর কারাদণ্ড

ঢাকা অর্থনীতি ডেস্কঃ টাঙ্গাইলে প্রথম বিয়ে গোপন রেখে দ্বিতীয় বিয়ে করায় সাদিয়া জাহান সেজুতি (২৩) নামে এক গৃহবধূকে এক বছরের কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে টাঙ্গাইলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোয়াজ্জেম হোসেন এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত সাদিয়া জাহান সেজুতি টাঙ্গাইল শহরের সাবালিয়া এলাকার বাসিন্দা মনির হোসেনের মেয়ে।
টাঙ্গাইল জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এস আকবর খান বলেন, সাদিয়া জাহান সেজুতি ২০১৪ সালে প্রথম বিয়ে গোপন করে শহরের সাবালিয়া এলাকার দুলাল হোসেনের ছেলে শাহনেওয়াজ শিহাবকে দ্বিতীয় বিয়ে করেন। পরে স্বামী শাহনেওয়াজ প্রথম বিয়ের কথা জানতে পেরে টাঙ্গাইলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন।
দীর্ঘদিন শুনানি শেষে মঙ্গলবার বিকেলে আদালতের বিচারক মোয়াজ্জেম হোসেন মামলার রায় দেন।