দেশজুড়েপ্রধান শিরোনাম

প্রথম টিকা পাবেন স্বাস্থ্যকর্মী, উদ্বোধন আগামী ২৭ জানুয়ারি

ঢাকা অর্থনীতি ডেস্কঃ আগামী ২৭ জানুয়ারি রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনার ভ্যাকসিন প্রয়োগ বা টিকাদান কর্মসূচি শুরু হতে যাচ্ছে। হাসপাতালে একজন নার্সের শরীরে ভ্যাকসিন প্রয়োগ করে এ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার সাংবাদিকদের কাছে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান।

তিনি জানান, বাংলাদেশে প্রথম করোনার ভ্যাকসিন পাবেন একজন নার্স। ২৭ জানুয়ারি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নার্সকে ভ্যাকসিন দেয়ার মধ্য দিয়ে টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্যও দেবেন।

এর আগে বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় করোনার ভ্যাকসিন সম্পর্কিত বিস্তারিত তথ্য-উপাত্ত তুলে ধরে স্বাস্থ্য সচিব।

তিনি জানান, প্রথম দিন কুর্মিটোলা হাসপাতালে ফ্রন্টলাইনারসহ ২৫ জনকে ভ্যাকসিন দেয়া হবে। পরে ফ্রন্টলাইনার হিসেবে কর্মরত শিক্ষক, মুক্তিযোদ্ধা, সেনাবাহিনী, পুলিশ, সিভিল প্রশাসন ও গণমাধ্যমকর্মীরা ভ্যাকসিন পাবেন।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close