প্রধান শিরোনামস্বাস্থ্য

প্রথমবারের মতো মানব শরীরে বার্ড ফ্লু শনাক্ত

ঢাকা অর্থনীতি ডেস্কঃ প্রথমবারের মতো একজন মানুষের শরীরে বার্ড ফ্লু শনাক্ত হয়েছে দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

স্থানীয় সময় বুধবার চিলির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ৫৩ বছর বয়সী এক ব্যক্তির শরীরে বার্ড ফ্লু শনাক্ত হয়েছে। তাঁর মধ্যে গুরুতর ইনফ্লুয়েঞ্জার লক্ষণও রয়েছে। তবে তাঁর অবস্থা এখন স্থিতিশীল।

ওই রোগীর সংস্পর্শে আসা অন্য ব্যক্তিরাও আক্রান্ত হয়েছেন কি না, সেটি পরীক্ষা করে দেখা হচ্ছে বলেও জানিয়েছে চিলির স্বাস্থ্য মন্ত্রণালয়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চিলিতে গত বছরের শেষের দিকে বন্য প্রাণীদের মধ্যে বার্ড ফ্লু সংক্রমণ দেখা দেয়। এরপর পোলট্রি ফার্মের প্রাণীদের মধ্যে বার্ড ফ্লু দেখা দিলে চিলি সরকার পোলট্রি রপ্তানি বন্ধ করে দেয়।

সম্প্রতি আর্জেন্টিনার পোলট্রি শিল্পেরও বার্ড ফ্লুর সংক্রমণ দেখা দিয়েছে। তবে পোলট্রি শিল্পের সবচেয়ে বড় রপ্তানিকারক দেশ ব্রাজিলে এখনো বার্ড ফ্লু সংক্রমণের খবর পাওয়া যায়নি।

চিলির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বার্ড ফ্লু ভাইরাসটি পাখি বা সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী থেকে মানুষের মধ্যে সংক্রমিত হতে পারে। তবে মানুষ থেকে মানুষের মধ্যে সংক্রমণের কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি।

চলতি বছরের শুরুর দিকে ইকুয়েডরে একটি ৯ বছর বয়সী মেয়ের মধ্যে বার্ড ফ্লু সংক্রমণের খবর পাওয়া যায়। সেটিই ছিল মানব শরীরে বার্ড ফ্লু সংক্রমণের প্রথম ঘটনা।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close