দেশজুড়েপ্রধান শিরোনাম
প্রতি উপজেলায় প্রতিবন্ধীদের জন্য স্কুল নির্মানের নির্দেশ: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
ঢাকা অর্থনীতি ডেস্ক: প্রত্যেক জেলা-উপজেলায় প্রতিবন্ধী বাচ্চাদের জন্য স্কুল নির্মাণের নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
শুক্রবার (২০ জানুয়ারি) দুপুরে মেহেরপুর বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, প্রতিবন্ধী বাচ্চারা যাতে মূলস্রোতে আসতে পারে, তার জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এরই মধ্যে সারা দেশে বিভিন্ন স্থানে প্রতিবন্ধী স্কুল জাতীয়করণ করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে ভাতা চালু করা হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় এমপি ও জেলা প্রশাসকদের নির্দেশ দেয়া হয়েছে প্রতিটি জেলায় এবং উপজেলায় যাতে একটি করে প্রতিবন্ধী স্কুল থাকে এবং তাতে প্রতিবন্ধী বাচ্চারা পড়ালেখা করতে পারে।
মেহেরপুর বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দা মোনালিসা ইসলাম শিলার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার রাফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লিউজা উল জান্নাহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওবায়দুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আজমল হোসেন।