দেশজুড়েপ্রধান শিরোনাম

প্রতিষেধক না আসা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

ঢাকা অর্থনীতি ডেস্কঃ নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, যতক্ষণ পর্যন্ত করোনা নির্মূল করার প্রতিষেধক না আসে ততক্ষণ পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সরকারের নির্দেশনা অনুসরণ করতে হবে।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারের টিকাদান কেন্দ্রে করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ শেষে সাংবাদিকদের একথা বলেন।

তিনি বলেন, ভ্যাকসিনের (টিকা) দিকে তাকিয়ে থাকলে হবে না, উদাসীন হলে চলবে না। সচেতন হতে হবে। সচেতনতাই করোনা প্রতিরোধের একমাত্র উপায়। সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক পরিধান করতে হবে।

প্রতিমন্ত্রী আরো বলেন, দু’মাস আগে করোনা টিকার প্রথম ডোজ নিয়েছিলাম। কোন ধরনের সমস্যা হয়নি। করোনা মোকাবিলায় সরকার যথাযথ পদক্ষেপ নিচ্ছে। প্রথমবার করোনা টিকার নেয়ার পর অনেকের মধ্যে উদাসীনতা পরিলক্ষিত হয়। স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ না করায় বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Тест на Rychlý IQ test: houbu v lese najdete do 5 Ve hře Hádanku každý pátý vyřeší: Najděte 'divokou' chybu v místnosti za 5 sekund: jednoduchý IQ Chyba na obraze: najděte ji
Close
Close