দেশজুড়েপ্রধান শিরোনাম

প্রতিমা ভাঙচুরের অভিযোগে যুবক আটক

ঢাকা অর্থনীতি ডেস্কঃ পিরোজপুরের নাজিরপুরে তিনটি মন্দিরের প্রতিমা ভাঙচুরের অভিযোগে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

সোমবার (২১ অক্টোবর) ভোরে উপজেলার দীর্ঘা ইউনিয়নের কলারদোয়ানিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার কলারদোয়ানিয়া গ্রামে শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রম ও কালি মন্দিরে ঢুকে কালী প্রতিমা ভাঙচুর করার সময় হাতেনাতে কামরুল ইসলাম সুজন (৩০) নামে এক যুবককে আটক করে স্থানীয়রা। প্রতিমা ভাঙচুরকারী কামরুল ইসলাম সুজন পার্শ্ববর্তী স্বরূপকাঠী উপজেলার রাজাবাড়ী গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।

এর আগে কামরুল ইসলাম সুজন প্রথমে কলারদোয়ানিয়া বাজার সার্বজনীন দুর্গা মন্দিরের তালা ভেঙে ভিতরে ঢুকে প্রতিমা ভাঙচুর করে। পরে বাজার সংলগ্ন কলারদোয়ানিয়া বাজার সংলগ্ন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক অধির রঞ্জন মল্লিকের বাড়ির শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর করে।

বিষয়টি নিশ্চিত করে উপজেলার বৈঠাকাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই অনুপ কুমার মণ্ডল জানান, ভোর পৌনে ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে একই এলাকার তিনটি মন্দিরে ঢুকে ভেতরে থাকা প্রতিমা ভাঙচুর করেছে কামরুল ইসলাম সুজন। এ সময় আশপাশের লোকজন দেখতে পেয়ে তাকে হাতেনাতে ধরে বৈঠাকাটা পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে নাজিরপুর থানায় পাঠায়।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুনিরুল ইসলাম মুনির জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

Related Articles

Leave a Reply

Close
Close