বিশ্বজুড়ে
প্রতিমা বিসর্জন গিয়ে পানিতে ডুবে নিহত ১১
ঢাকা অর্থনীতি ডেস্ক: ভারতের ভোপালের একটি নদীতে সনাতন ধর্মীয় দেবতা গনেশ বিসর্জন দিতে গিয়ে নৌকাডুবিতে ১১ জন মারা গেছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে আরও জানায়, বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ভোপালের খাটলাপুরা ঘাটে দুটি নৌকাকে একসঙ্গে করে তার ওপর গনেশের বিশালাকার মূর্তি ও সঙ্গে অন্যান্য জিনিস তুলে দেয়া হয়। কিন্তু নৌকা দুটি অতি ওজন নিতে পারেনি। নদীতে মাঝপথেই নৌকা দুটি ডুবে যায় বল মনে করা হচ্ছে।
এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি।
পুলিশ আরও জানায়, গণেশ বিসর্জন দিতে গিয়ে লাইফজ্যাকেট পরেননি নৌকার কোনো যাত্রী। তাই এত লোকের প্রাণহানি হয়েছে বলে মনে করছেন তারা।