দেশজুড়ে
প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
ঢাকা অর্থনীতি ডেস্কঃ বরিশালের গৌরনদী উপজেলার কান্ডপাশা গ্রামে মানসিক প্রতিবন্ধী এক কিশোরীকে (১৬) ধর্ষণের দায়ে আনিস সরদার (৩৬) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়।
বুধবার (২৭ নভেম্বর) দুপুরে আসামির উপস্থিতিতে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আনিস সরদার গৌরনদী উপজেলার কান্ডপাশা গ্রামের মৃত কাসেম সরদারের ছেলে।
বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বেঞ্চসহকারী (পেশকার) মো. আজিবর রহমান মামলার রায়ের বরাত দিয়ে জানান, মানসিক প্রতিবন্ধী ওই কিশোরী এবং দণ্ডপ্রাপ্ত আনিস সরদারের বাড়ি পাশাপাশি। ২০০৭ সালের ১০ মে বিকেলে বাড়ির উঠানে অন্য ছেলে-মেয়েদের সঙ্গে খেলা করছিল প্রতিবন্ধী ওই কিশোরী। এ সময় তাকে প্রতিবেশী আনিস সরদার ডেকে নিয়ে যায়। পরে টেনে হেচড়ে খড়ের গাদার পাশে নিয়ে আনিস ওই কিশোরীকে ধর্ষণ করে। এতে ওই কিশোরীর সারা শরীর কাঁদা মেখে যায়। সারা শরীর কাদা দেখে তার মা এর কারণ জিজ্ঞেস করে। পরবর্তীতে বিষয়টি জানতে পেরে ওই কিশোরীর মা বাদী হয়ে ঘটনার তিনদিন পর (১৩ মে) আনিসকে আসামি করে গৌরনদী থানায় মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা গৌরনদীর সরিকল তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মাহবুব আলম ২০০৭ সালের ২৭ আগস্ট আনিস সরদারকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। ৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত উপরোক্ত রায় ঘোষণা করেন।