বিনোদন
প্রতিদিন ১ লাখ অসহায় মানুষের খাবার দেবেন হৃতিক
ঢাকা অর্থনীতি ডেস্কঃ কয়েকদিন আগে করোনাভাইরাস থেকে সুরক্ষার জন্য মিউনিসিপ্যাল কর্মীদের এন ৯৫ ও এফএফপি ৩ মাস্ক বিতরণ করেন হৃতিক রোশন। বলিউডের এই সুপারস্টার এবার অক্ষয়া পাত্রা নামে একটি সংস্থার সঙ্গে হাত মিলিয়ে প্রতিদিন ১ লাখ অসহায় মানুষের খাবার দেবেন।
জানা গেছে, অক্ষয়া পাত্রা নামের ওই সংস্থাটি মূলত ভারতের বিভিন্ন রাজ্যে বাড়িতে রান্না করা খাবার বৃদ্ধাশ্রম, দিনমজুর ও সুবিধাবঞ্চিতদের মাঝে সরবরাহ করে থাকে। এই সংস্থাটির সঙ্গে মিলে ক্ষুদার্থদের খাবার জোগাবেন হৃতিক।
এ বিষয়ে অক্ষয়া পাত্রার অফিশিয়াল টুইটারে জানানো হয়, ফাউন্ডেশনটির সঙ্গে যোগ দিয়েছেন সুপারস্টার হৃতিক। আমরা একসঙ্গে মিলে এখন থেকে প্রতিদিন এক লাখ ২০ হাজার মানুষের জন্য খাবার রান্না করে সেগুলো ভারতের বিভিন্ন বৃদ্ধাশ্রম, শ্রমিক ও নিম্ন আয়ের মানুষদের মাঝে বিতরণ করবো।
সেখানে বি-টাউনের এই নায়ককে ধন্যবাদ জানিয়ে লেখা হয়, হৃতিক রোশনের এই সহযোগিতার জন্য আমরা তাকে স্যালুট জানাই। একইসঙ্গে গভীরভাবে ধন্যবাদ জানাই।
/এন এইচ