খেলাধুলা

প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মান করা হবে;

ঢাকা অর্থনীতি ডেস্ক: দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ আহসান রাসেল।

বুধবার (১১ সেপ্টেম্বর) জাতীয় সংসদে মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহি বি চৌধুরীর এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী নির্দেশে অগ্রাধিকার ভিত্তিতে একে একে প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে। ২০০ মতো স্টেডিয়াম এরই মধ্যে নির্মাণের প্রস্তুতি চলছে।

তাছাড়া অনেক এলাকায় অনেক খেলার মাঠ পরিত্যক্ত পড়ে রয়েছে এগুলোও সংস্কার করা হবে। মাদকমুক্ত সমাজ গড়ে তোলার জন্য খেলার বিকল্প কিছু নেই। খেলাধুলা তরুণ সমাজকে মাদকের থেকে দূরে রাখতে সহোযোগিতা করবে বলেও জানান প্রতিমন্ত্রী।

Related Articles

Leave a Reply

Close
Close