আশুলিয়াস্থানীয় সংবাদ
লুঙ্গির ভাঁজে মিললো গাঁজা, আশুলিয়ায় দুই মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক:আশুলিয়ার সুবন্দী তালদিঘী নামক এলাকায় রোববার (০৮ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের তল্লাশী লুঙ্গর ভাঁজ থেকে গাঁজা উদ্ধার করা হয়।
মাদক ব্যবসায়ীরা হলো, রংপুর জেলা ,কাউনিয়া থানা ফাটাংতারি ভেল্লাবাড়ী গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে মো. সাইফুল ইসলাম (৪২) এবং আশুলিয়ার সুবন্দী তালদিঘী মন্ডল বাড়ীর মৃত আঃ রহিমের ছেলে মো. রুহুল আমিন (৩২)।
এব্যাপারে আশুলিয়া থানার উপ-পরির্দশক (এসআই) জসীম উদ্দিন জানান, রোববার রাত দুইটার দিকে গোপন সংবাদের মাধ্যমে সুবন্দী তালদিঘী জব্বারের বাড়ীতেঅভিযান চালিয়ে দুজনকে হাতেনাতে আটক করি। তাদের তল্লাশী করে সাইফুলের লুঙ্গির কোচায় লুকিয়ে রাখা আনুমানিক ৩০০ গ্রাম ও রুহুল আমিনের কাছে থাকা একটি ব্যাগে ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করি। ।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের করা হয়েছে।