প্রধান শিরোনামব্যাংক-বীমাশিল্প-বানিজ্য
প্রণোদনার ৯০ শতাংশ ঋণ ডিসেম্বরের মধ্যে বিতরণঃ গভর্নর ফজলে কবির
ঢাকা অর্থনীতি ডেস্কঃ প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংক এরই মধ্যে পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবির।
ফজলে কবির বলেন, ঋণ বিতরণে যেসব খাতে পিছিয়ে রয়েছে ডিসেম্বরের শেষে শতভাগ না হলেও ৯০ শতাংশ বিতরণ সম্ভব হবে।
বৃহস্পতিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে সরকারের নেয়া প্রণোদনা প্যাকেজের দ্বিতীয় সভা ‘কর্মসৃজন ও গ্রামীণ অর্থনীতি পুনরুজ্জীবন’ বিষয়ক সিরিজ মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
গভর্নর ফজলে কবির আরো বলেন, বড় বড় প্রতিষ্ঠানের জন্য ওয়ার্কিং ক্যাপিটাল তহবিল থেকে যে হারে ঋণ দেয়া হচ্ছে, সে হারে সিএসএমই খাতের উদ্যোক্তাদের ঋণ দেয়া যাচ্ছে না।
বিশেষ অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, সিএসএমই খাতের জন্য যে ২০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে সেখান থেকে এ পর্যন্ত ঋণ দেয়া হয়েছে ৪১ দশমিক শূন্য ৯ শতাংশ। টাকার অঙ্কে সেটা আট হাজার ২১৮ কোটি টাকা। এ ঋণ বিতরণে গতি আনতে আমরা দুই হাজার কোটি টাকার ক্রেডিট গ্যারেন্টি স্কিম চালু করেছি।
/এন এইচ