দেশজুড়ে
প্রকাশ্যে ধুমপান করায় ৬০০ টাকা জরিমানা
ঢাকা অর্থনীতি ডেস্কঃ বগুড়ার নন্দীগ্রামে জনসাধারণের ব্যবহৃত স্থানে (পাবলিক প্লেসে) প্রকাশ্যে ধুমপান করায় দুই ব্যক্তিকে ৬০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া বিভিন্ন দোকানে প্রকাশ্যে সিগারেট সাজিয়ে না রাখার জন্য সর্তক করে দিয়েছেন।
রবিবার (০১ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আখতার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় জনসাধারণের ব্যবহৃত স্থানে কুড়িগ্রাম জেলার মিয়া পাড়ার নুর হোসেন ও একই জেলার নাজিদা গ্রামের জামিউল ইসলাম প্রকাশ্যে ধুমপান করছিলো। এ সময় ভ্রাম্যমাণ আদালত ওই দুইজনকে ৬০০ টাকা জরিমানা করেন।
উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার এ জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।
/আরএম