বিশ্বজুড়ে

পৌরাণিক বিড়ালের দেখা মিললো নেপোলিয়ানের দেশে

মোঃ রোকনুজ্জামান মনি, নিজস্ব প্রতিবেদক: নেপোলিয়ানের দেশ ফ্রান্সের কর্সিকাতে দেখা মিলেছে পৌরাণিক গল্পের নৈশচর বিড়ালের। ইতালির পশ্চিম উপকূলে পাহাড় বেষ্টিত কর্সিকার উত্তর বনাঞ্চলে অবাদে বিচরণ করছে ৯০ সেন্টিমিটার দৈঘ্যের বিশালাকার দেহ ,বিস্তৃত কান , ছোট গোঁফ ও তীক্ষ্ণ দাঁত ওয়ালা দুর্লভ ক্যাট-ফক্স নামক এই প্রানীটি।

সারা পৃথিবীতে দুর্লভ এই প্রানীটি ক্যাট-ফক্স নামে পরিচিত হলেও এর শিকারের হিংস্রতা ও কৌশল দেখে স্থানীরা একে ঘাজাট্টু ভলপি নামেই ডাকে।

দীর্ঘদিন পরে কালের বিবর্তনের পথে হারিয়ে যেতে বসা এই প্রানীর অবস্থান স্পষ্ট হওয়ায় ফ্রান্সের জাতীয় বন্যপ্রানী শিকারী এজেন্সী পেইরী বেনেদেতীর পক্ষ থেকে বলা হয় , “এটি একটি প্রাকৃতিক বন্য প্রাণী যাকে তার নিশাচার অভ্যাসের জন্য পৃথিবী ব্যাপীই খুব কম দেখা যায়। তবে আমরা বিশ্বাস করি এর অস্তিস্ত্ব খুজে বের করা অবশ্যই একটি বড় আবিষ্কার।”

বিড়ালের মত দেখতে ক্যাট-ফক্স নামক কালের গর্ভে হারিয়ে যেতে বসা এই প্রানীটি তার আকার,আকৃতি, আচরণ ও নিশাচর বৈশিষ্টের কারণে দীর্ঘকাল যাবত কর্সিকার মেষপালকদের পৌরাণিক গল্পে এক বিশাল জায়গা দখল করে রয়েছে ।

Related Articles

Leave a Reply

Close
Close