গার্মেন্টসপ্রধান শিরোনামশিল্প-বানিজ্য
পোষাক শ্রমিকদের পারদর্শী করতে প্রয়োজন ইন্ডাষ্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং: রুবানা হক
নিজস্ব প্রতিবেদকঃ আমাদের পোষাক শ্রমিকদের আরও পারদর্শী করার জন্য ইন্ডাষ্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এর প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন বিজিএমইএর প্রেসিডেন্ট ড. রুবানা হক।
শনিবার(২৫ জানুয়ারি) দুপুরে সাভারের আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অষ্টাদশ প্রতিষ্ঠা বার্ষিকীর সমাপনী অনুষ্ঠানে যােগ দিয়ে একথা বলেন তিনি।
বিজিএমইএর প্রেসিডেন্ট ড. রুবানা হক এসময় আরও বলেন, বর্তমানে বাংলাদেশে পােশাক কারখানাগুলোতে প্রায় চল্লিশ লক্ষ শ্রমিক কাজ করছে। শ্রমিকদের জীবন মান উন্নয়নের জন্য নূন্যতম মজুরী বাড়ালেও দেশের দ্রব্যমূল্য বৃদ্ধি ও আনুষাঙ্গিক খরচ বাড়ার কারনে শ্রমিকদের জীবন মানের উন্নয়ন হয় না। এগুলো সমন্বয়ের প্রয়োজন রয়েছে।
অনুষ্ঠানে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সেনাবাহিনী প্রধান আবু বেলাল মােহাম্মদ শফিউল হক, ড্যাফোডিল ইউনিভার্সিটির ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান ড. সবুর খানসহ বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ও শিক্ষক-শিক্ষার্থীরা।
/আরএম