গার্মেন্টসদেশজুড়েশিল্প-বানিজ্য
‘পোশাক শ্রমিকদের বেতন-বোনাস দেয়া হবে ৩০-২ তারিখ’
ঢাকা অর্থনীতি ডেস্কঃ বিজিএমইএ’র সভাপতি রুবানা হক বলেন, ‘পোশাক শ্রমিকদের আগামী ৩০ তারিখে বোনাস এবং ২ তারিখে বেতন দেওয়া হবে। গত ২৩ তারিখে আমরা মন্ত্রীর সাথে বসেছিলাম, তারপর বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে বসে সেখানে এ সিদ্ধান্ত নিয়েছি।’
সোমবার (২৭ মে) সকালে রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিজিএমইএ’র নতুন কমিটির নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি।
এসময় তৈরি পোশাক খাতের শ্রমিকদের ঈদের বেতন-ভাতা পরিশোধ নিয়ে এবার কোন ঝামেলা হবে না বলে আশ্বাস দিয়েছেন তিনি।