গার্মেন্টসদেশজুড়েপ্রধান শিরোনামশিল্প-বানিজ্য
পোশাক খাতে ঋণের আকার বাড়াল বাংলাদেশ ব্যাংক
ঢাকা অর্থনীতি ডেস্কঃ করোনা ভাইরাসের কারণে সৃষ্ট অর্থনৈতিক ক্ষতি মোকাবিলায় রফতানি উন্নয়ন তহবিল তথা ইডিএফ থেকে পোশাক খাতের গ্রাহকরা আগের চেয়ে বেশি পরিমাণে ঋণ পাবেন। রোববার কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের ইডিএফ ফান্ড থেকে ঋণ নেয়ার সর্বোচ্চ সীমা ২৫ থেকে ৩০ মিলিয়ন মার্কিন ডলার উন্নীত করা হয়েছে। চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত এ সুবিধা পাবে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশনের (বিটিএমইএ) গ্রাহকরা।
এর আগে করোনাভাইরাসের কারণে ইডিএফ ফান্ডের আকার ও সুদহারে পরিবর্তন আনে বাংলাদেশ ব্যাংক। ৭ এপ্রিল কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলার অনুযায়ী, ইডিএফের আকার ৩ দশমিক ৫ বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে ৫ বিলিয়ন ডলার করা হয়। পাশাপাশি সুদের হারও কমানো হয়।
এদিকে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত ইডিএফের ঋণের বিপরীতে লাইবর প্লাস ১ শতাংশ সুদ রাখবে কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া আমদানি-রফতানির সঙ্গে যুক্ত ব্যাংকের এডি শাখাগুলো গ্রাহক পর্যায় থেকে ২ শতাংশ মুনাফা করতে পারবে।
/এন এইচ