বিনোদন

পোশাকের চেয়েও দামী মাস্ক পড়েন কারিনা !

ঢাকা অর্থনীতি ডেস্ক: বেবো! এই নামেই পরিচিত বেশি। তিনি বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর। যাই পরেন তাতেই দৃষ্টি আকর্ষণ করেন সকলের। সইফপত্নী করিনা কাপুর খান সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মুখে মাস্ক পরে একটি ছবি শেয়ার করেন করিনা। সেখানে সকলকে মাস্ক পরার জন্য অনুরোধ করেন তিনি। বড় কথা হল মাস্ক। কালো রঙের ব্র্যান্ডেড ( Lousi Vuitton) এর মাস্ক দেখা গেল তাঁর মুখে। এই ব্র্যান্ড হল জনপ্রিয় আন্তর্জাতিক প্রসাধনী সংস্থা। মাস্কের দাম শুনলে চোখ কপালে উঠবে।

জানা গিয়েছে, করিনা যে টি-শার্টটি পরে রয়েছেন তাঁর দাম ১৪০ ইউরো অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১২ হাজার ৭১২ টাকা। কিন্তু জামার থেকেও দামী মাস্ক পরেন করিনা। মাস্কটির দাম ৩৫৫ ইউএস ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ২৬ হাজার।

Related Articles

Leave a Reply

Close
Close