বিশ্বজুড়ে
পেট থেকে পাওয়া গেল চাবি-চেইনসহ ৮০টি ধাতব বস্তু
ঢাকা অর্থনীতি ডেস্কঃ ভারতের রাজস্থানের উদয়পুরের এক যুবকের (২৪) পেটে গাঁজার ছিলিম, চাবি, চেইন, পেরেক, কয়েন, নখ কাটার যন্ত্রসহ মোট ৮০টি ধাতব বস্তু পাওয়া গেছে। যার ওজন প্রায় ৮০০ গ্রাম। পেটে ব্যথা নিয়ে উদয়পুরের রবীন্দ্রনাথ ঠাকুর হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।
এক্স-রে রিপোর্টে ধাতব বস্তু ধরা পড়ার পর চিকিৎসক তার পেটে অপারেশন করেন। তারপর এসব ধাতব বস্তু অপসারণ করা হয়।
অপারেশনের দায়িত্বে থাকা চিকিৎসক ডিকে শর্মা বলেন, সম্প্রতি পেটে ব্যথা নিয়ে আমাদের এখানে ভর্তি হয়েছিলেন ওই যুবক। পরে তাকে এক্স-রে করতে বলা হয়। সেই রিপোর্ট দেখেই চমকে উঠি আমরা। দেখা যায় ওই ব্যক্তির পেটের ভিতরে পেরেক-সহ ছোট ও বড় মিলিয়ে অনেকগুলো ধাতব জিনিস রয়েছে।
তিনি আরও বলেন, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন হওয়ার পাশাপাশি মাদক সেবন করেন বলেও জানতে পেরেছি। অনেকদিন ধরে পেটে যন্ত্রণা হলেও তিনি সবার কাছে বিষয়টি গোপন রেখেছিলেন। পরে পরিস্থিতি আরো খারাপ হলে বাড়ির লোকজনকে জানান। তারা যুবককে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে যুবকের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। তার চিকিৎসা চলছে।
সম্প্রীতি রাজস্থানের বুন্দিতে এক ব্যক্তির পেট থেকে ১১৬টি পেরেক উদ্ধার করেন চিকিৎসকরা। ওই ব্যক্তিও মানসিক ভারসাম্যহীন ছিলেন।