দেশজুড়ে
পেটে স্ক্রু-ড্রাইভার ঢুকিয়ে যুবক খুন

ঢাকা অর্থনীতি ডেস্কঃ চট্রগ্রাম নগরের খুলশী থানার আমবাগান এলাকায় এক যুবককে পেটে স্ক্রু ড্রাইভার ঢুকিয়ে খুন করেছে প্রতিপক্ষ। রোববার (৩ নভেম্বর) রাতে আমবাগান মোড়ে একটি গ্যারেজে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মো. নাহিদ (২০)। তিনি ওই এলাকার বাসিন্দা মো. আব্দুল্লাহর ছেলে।
স্থানীয়রা জানান, রাত ৭টার দিকে নাহিদসহ কয়েক মিলে সোহেল নামে একজনকে মারতে যায়। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি হলে এক পর্যায়ে সোহেল নাহিদকে পেটে স্ক্রু ড্রাইভার ঢুকিয়ে দেয়।
গুরুতর আহত নাহিদকে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছে পুলিশ।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী জানান, আমবাগান এলাকায় পেটে স্ক্রু ড্রাইভার ঢুকিয়ে নাহিদ নামে এক যুবকে খুন করেছে প্রতিপক্ষ। তবে কী কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা তা জানা যায়নি। পু্লিশ ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান পরিচালনা করছে।