দেশজুড়ে
পূজার সময় পরীক্ষা ও রংপুর-৩ আসনের নির্বাচন: প্রতিবাদে সমাবেশ
ঢাকা অর্থনীতি ডেস্কঃ দূর্গাপূজার সময় পরীক্ষার দিন নির্ধারণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি ড. প্রভাস চন্দ্রের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- সংগঠনের নির্বাহী সভাপতি সুধাংশু চন্দ্র বিশ্বাস, নিবার্হী মহাসচিব ও মুখপাত্র পলাশ কান্তি দে, সহ-সভাপতি প্রভাস চন্দ্র মণ্ডল, মুক্তিযোদ্ধা রঞ্জিত মৃধা প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শারদীয় দুর্গাপূজা চলাকালীন পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে। সেইসঙ্গে সপ্তমী পূজার দিন রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। এ আসনে মোট হিন্দু ধর্মাবলম্বী ভোটার সংখ্যা ৭২ হাজার ও পূজা মণ্ডপের সংখ্যা ৮৬টি। তাই আমরা এ দু’টি বিষয়ের তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি পরীক্ষার সময় ও রংপুর-৩ আসনের উপ-নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবি জানাচ্ছি।
/আরএম