দেশজুড়েপ্রধান শিরোনাম

পুলিশ সদস্যকে পিটিয়ে থানায় পাঠালেন বিক্ষুব্ধ জনতা

ভুয়া ভেবে

ঢাকা অর্থনীতি ডেস্ক :পুলিশের এক কনস্টেবলকে ভুয়া ভেবে পিটিয়ে থানা পুলিশের হাতে তুলে দিয়েছেন বিক্ষুব্ধ জনতা। ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদক ব্যবসায়ে সংশ্লিষ্টতাসহ নানা অভিযোগ আনা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের মারুয়াদী এলাকায় এই ঘটনা ঘটে।
অভিযুক্ত কনস্টেবল ইমরান হোসেন (কনস্টেবল নম্বর ১১৮৪) জেলার রূপগঞ্জ থানায় কর্মরত আছেন। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছিনতাই ও মাদক ব্যবসার সহযোগিতার অভিযোগ তুলেছেন স্থানীয় জনতা।
এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে মারুয়াদী এলাকায় স্থানীয় অপরাধীদের সঙ্গে মিশে ইমরান বিভিন্ন অপকর্ম করে আসছিল। তিনি পুলিশের পোশাক ও হ্যান্ডকাপ ব্যাবহার করে ছিনতাই-মাদক ব্যবসার সহযোগিতা করে আসছেন। নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকায় তাকে ভুয়া পুলিশ সদস্য ভেবে মারুয়াদী এলাকায় তার ওপর চড়াও স্থানীয় জনতা। এসময় তার সঙ্গে আরও মাসুম নামের আরও একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় জনতা।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন বলেন, জনতা ২ জনকে আটক করে আমাদের হাতে তুলে দিয়েছে। তাদের মধ্যে একজন পুলিশ কনস্টেবল ইমরান, অপরজন মাদক ব্যবসায়ী মাসুম। ইমরান ঘটনাস্থলে কি কারণে গিয়েছিলেন তা জানা যায়নি। আমরা তাকে রূপগঞ্জ থানায় সোর্পদ করেছি।
সহকারী পুলিশ সুপার (সি- সার্কেল) মেহেদী হাসান বলেন, সন্দেহজনকভাবে ইমরানকে আটক করা হয়েছে। জনগণের দাবি সে ওই এলাকাতে বিভিন্ন অপকর্মে জড়িত। তদন্ত করে এ বিষ

Related Articles

Leave a Reply

Тест на Rychlý IQ test: houbu v lese najdete do 5 Ve hře Hádanku každý pátý vyřeší: Najděte 'divokou' chybu v místnosti za 5 sekund: jednoduchý IQ Chyba na obraze: najděte ji
Close
Close